ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সরকারবিরোধী গণ-আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আন্দোলনে সক্রিয় কাউকে কোনো নম্বর বা একাউন্ট থেকে হুমকি-ধামকি প্রদান করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

এতে আরও জানানো হয়, সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণখান থানার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

GOVT

Shoroter Joba

Scroll to Top