ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি বুয়েট শিক্ষার্থীদের

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি বুয়েট শিক্ষার্থীদের

ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার শিকার হওয়ার পর ক্যাম্পাসে ২০১৯ সালের অক্টোবরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। গতকাল সোমবার আদালতের সিদ্ধান্তের পর এই ক্যাম্পাসে ফের চালু হতে যাচ্ছে ছাত্ররাজনীতি। এমন প্রেক্ষাপটে গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে উপাচার্যসহ শিক্ষকদের প্রতি বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ রাখতে উদ্যোগী হওয়ার আরজি জানান। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে একই আরজি জানালেন।

সংবাদ সম্মেলনে খোলা চিঠি পড়ে শোনান বুয়েটের পাঁচজন শিক্ষার্থী ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ওই চিঠিতে বলা হয়, ‘আমরা ত্রাসের রাজনীতির মারপ্যাঁচ বুঝি না; আমরা শুধু দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে জানি। নিজেদের কাজ দিয়ে তা আমরা প্রমাণ করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সবার অভিভাবক, দেশের অভিভাবক। আমরা জানি দেশের কোথাও কোনো দুঃখজনক পরিস্থিতি চললে, কোথাও সংকট চললে আপনার হৃদয়ে গভীর রক্তক্ষরণ হয়।’ চিঠিতে বলা হয়, ‘বিগত বছরগুলোতে আমরা বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে ক্ষমতার নেতিবাচক দিকগুলোই প্রত্যক্ষ করেছি। ছাত্ররাজনীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে সূচনা ঘটেছে আধিপত্য, দাপট, র‍্যাগিং, শিক্ষকদের অপমান, চাঁদাবাজি, শিক্ষার্থী নিপীড়ন ও খুনোখুনিতে মেতে ওঠার মতো ঘটনার। ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনাও।’

Scroll to Top