ছয় ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে ভারত, চূড়ান্ত সূচি ঘোষণা

ছয় ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে ভারত, চূড়ান্ত সূচি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) আগে থেকেই নির্ধারিত ছিল সিরিজটি। এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৭ ও ২০ আগস্ট মাঠে গড়াবে প্রথম দুই ওয়ানডে।

এরপর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। বন্দর নগরীতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

মিরপুরে ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় দুই ম্যাচ। ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা ভারতীয় ক্রিকেট দলের।

এর আগে ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছিল দুটিতেই।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ

Scroll to Top