এই ছবিগুলো দেখে কী একবারও কেউ ভেবেছিল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির এবারের নির্বাচনের ফলাফল নিয়েও বিতর্ক দেখা দেবে। এবারের নির্বাচনে মিশা সওদাগর ও ডিপজল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই নিপুণই এখন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আদালতে রিট করেছেন। নির্বাচনের ফলাফল স্থগিত করার দাবী তুলেছেন। নিপুণ বলেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক ভাবে দেননি। তার মতে ৮১ টি ভোট বাতিল হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বিস্ময় প্রকাশ করে বলেছেন- ‘আমি এখনও হাতে কোন কাগজ পায়নি যে নিপুণের অভিযোগ বিশ্বাস করতে হবে। নিপুণ আমার ছোটবোন। সে এমন কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না।’
রেজানুর রহমান
সম্পর্কিত