স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১২:৪২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১২:৫৩
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। দুদিন আগে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল স্বাভাবিকভাবেই নেই দলে।
দীর্ঘদিন যাবত অফ ফর্মে আছেন তারকা ওপেনার লিটন দাস। চলতি বিপিএলেও রান পাচ্ছেন না। তবে যেহেতু তামিম ইকবাল খেলছেন না ফলে অভিজ্ঞ লিটনকে দলে না রাখার পক্ষে খুব বেশি আলোচনা শোনা যাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত অফ ফর্মে থাকা লিটনকে টানতে চায়নি বাংলাদেশ। লিটনের জায়গায় তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে, সাকিব আল হাসান যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না তা আগে থেকেই শোনা যাচ্ছিল। গত ডিসেম্বরে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পরেছে সাকিবের। সেই থেকে বোলিংয়ে নিষিদ্ধ আছেন। ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। একদিন আগে খবর আসে, সেখানেই পাশ করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ফলে বোলিংয়ে তার নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।
শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে রাখার পক্ষে নয় নির্বাচকরা। কারণ ব্যাট হাতে অনেকদিন যাবত সাকিবের ফর্মও পড়তির দিকে।
আট ব্যাটার, এক অলরাউন্ডার, ছয় বোলার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের সঙ্গে তরুণ পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের সঙ্গে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। শেষ দিকে ঝড় তোলার জন্য জাকের আলি অনিক।
স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আছেন জাকেরকে সঙ্গ দিতে। দুই স্পিনারের একজন লেগস্পিনার রিশাদ হোসেন, অপরজন অফস্পিনার নাসুম আহমেদ। তাসকিন আহমেদের সঙ্গে বাকি তিন পেসার হচ্ছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। পেস ডিপার্টমেন্ট থেকে বাদ পরেছেন হাসান মাহমুদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।
সারাবাংলা/এসএইচএস