আগামী মাসেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের লড়াই। নতুন মৌসুম শুরুর আগে আজ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে ড্র। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে কে কার বিপক্ষে লড়বে, সেটা নিশ্চিত হওয়া যাবে আজই।
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে এবারের গ্রুপ পর্বের ড্র। এবারের অনুষ্ঠান আয়োজন করবে ফ্রান্সের মোনাকো। গত আসরের মতো এবারও অংশ নিচ্ছে ৩৬টি ক্লাব।
আরও পড়ুন- চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ে কে কোন পটে?
প্রতি পটে ৮টি করে মোট ৪টি পটে রাখা হয়েছেন ক্লাবগুলোকে। প্রতিটি ক্লাব গ্রুপ পর্বে মোট ৮টি করে ম্যাচ খেলবে। সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে ৮টি ক্লাব। বাকি ৮ পজিশনের জন্য প্লে-অফ খেলবে ১৬টি ক্লাব।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের এই জমজমাট ড্রয়ের অনুষ্ঠান দেখা যাবে বাংলাদেশ থেকেও। বাংলাদেশের ফুটবল ভক্তরা অনুষ্ঠানটি দেখতে পারবেন টিএনটি স্পোর্টস-১ চ্যানেলে। এই চ্যানেলটির ইউটিউব প্ল্যাটফর্মও সরাসরি অনুষ্ঠানটি দেখাবে। এছাড়াও ইউয়েফার নিজস্ব ওয়েবসাইটেও দেখা যাবে গ্রুপ পর্বের এই ড্র।
১৬ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। এই আসরের ফাইনাল হবে আগামী বছরের ৩০ মে।