স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯
হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। মাঠে গড়ানোর ৩ দিন আগে ৮ দলের এই টুর্নামেন্ট কোন দেশে কোথায় দেখা যাবে, সেটা প্রকাশ করেছে আইসিসি।
টিভি, রেডিও ও লাইভ টেলিকাস্ট; তিনভাবে উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ। ৮০টি দেশের দর্শক আইসিসির টিভিতে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচই। এছাড়াও আইসিসির ওয়েবসাইটে লাইভ স্কোরও দেখতে পারবেন সবাই।
অংশগ্রহণকারী ৮ দেশের বাইরেও বেশ কয়েকটি দেশের সম্প্রচার মাধ্যম চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ সরাসরি দেখাবে। সবচেয়ে বড় আয়োজন করেছে ভারতের জিও স্টার নেটওয়ার্ক। ১৬টি ফিডে ৯টি ভিন্ন ভাষায় টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে জিও স্টার। স্বাগতিক পাকিস্তানে খেলা দেখাবে পিটিভি ও টেন স্পোর্টস। মাইকো ও তামাশা অ্যাপেও খেলা উপভোগ করতে পারবেন পাকিস্তানিরা।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো সরাসরি দেখাবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এছাড়াও টফি অ্যাপে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শক।
টিভি ও অ্যাপ ছাড়াও উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। বাংলাদেশসহ ৬টি দেশের রেডিওতেও শোনা যাবে ম্যাচের ধারাভাষ্য। বাংলাদেশে রেডিও শাহিন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ শোনা যাবে ম্যাচের বিস্তারিত।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।
সারাবাংলা/এফএম
চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ
যেভাবে দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি