চ্যাটজিপিটি’র নতুন মডেল জিপিটি-৫ উন্মোচনের পর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই-এর অবস্থান ব্যাপকভাবে দুর্বল হয়েছে আন্তর্জাতিক বাজারে। একসময় কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে শীর্ষে থাকা ওপেনএআই এখন গুগলের কাছে নেতৃত্ব হারাচ্ছে বলে।
আজ (৯ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জিপিটি-৫ নিয়ে বেশ আগেই উচ্চাশা তৈরি করেছিলেন স্যাম অল্টম্যান। তিনি দাবি করেছিলেন, জিপিটি-৫ এতটাই উন্নত হবে যে এটি ব্যবহারের পর জিপিটি-৪-এর কাছে ফিরে যাওয়া হবে মাইজারেবল অভিজ্ঞতা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ডেমোর সময়ই বোঝা যায়, পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় জিপিটি-৫ এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জিপিটি-৫ মডেলের লাইভ ডেমো উপস্থাপন করার আগে, বাজারে ওপেনএআই’র সম্ভাব্য নেতৃত্বের সম্ভাবনা ছিল প্রায় ৮০ শতাংশ। অপরদিকে গুগল তখন পিছিয়ে ছিল মাত্র ২০ শতাংশে। কিন্তু লাইভ ডেমোর সময়ই বাজির বাজারে নাটকীয় পরিবর্তন আসে। ওপেনএআই-এর সম্ভাবনা ধসে পড়ে ১৮ শতাংশে এবং গুগলের সম্ভাবনা লাফিয়ে বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে।
অন্যদিকে, বাজির বাজারে গুগলের এই উত্থানের পেছনে রয়েছে বেশ কয়েকটি কৌশলগত সুবিধা। বর্তমান চ্যাটবট পারফরম্যান্স মূল্যায়নের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম চ্যাটবট এরিনাতে জেমিনি ২ পয়েন্ট ৫ প্রো মডেল এখনও শীর্ষে রয়েছে, বিশেষ করে যখন স্টাইল কন্ট্রোল নিষ্ক্রিয় থাকে। পলিমার্কেটের বিজয়ী নির্ধারণের ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মকেই রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে।