২০ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ১৯ দেশ। জাপান না সংযুক্ত আরব আমিরাত, শেষ দল হিসেবে আগামী টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেবে কোন দল, সেটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত কপাল পুড়ল জাপানের। জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে ২০২৬ টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল আরব আমিরাত।
আল আমেরাতে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আরব আমিরাত। এখান থেকে আগের দিন বিশ্বকাপে জায়গা করে নেয় নেপাল ও ওমান।
বাছাইপর্বের শেষ ম্যাচে জাপানকে ১১৬ রানে আটকে রেখে আরব আমিরাতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। আলিশান শারাফু (২৭ বলে ৪৬) ও অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিমের (২৬ বলে ৪২) ঝড়ো ইনিংসে ৪৭ বল বাকি থাকতেই লক্ষ্যে ছুঁয়ে ফেলে আরব আমিরাত।
এই নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা অংশ নিয়েছিল ২০১৪ ও ২০২২ আসরে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় হবে টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল: ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত।