চুরি করার জন্য ডিগবাজি দিয়েছিলাম – DesheBideshe

চুরি করার জন্য ডিগবাজি দিয়েছিলাম – DesheBideshe

ঢাকা, ১০ ডিসেম্বর – একটি ডিগবাজি দিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে নেটিজেনদের আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। একটি ইভেন্টে এই নায়ক ডিগবাজি দেওয়ার পর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সেই ডিগবাজির মাধ্যমেই জায়েদ খান প্রচার করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার। এবার সেই ডিগবাজির উৎপত্তি রহস্য প্রকাশ করলেন জায়েদ খান।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার একটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন চিত্রনায়ক জায়েদ। সেখানেই ডিগবাজির শুরু ও কারণ বর্ণনা করেন তিনি।

জায়েদ বলেন, ‘এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে গিয়েছিলাম, তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতায় চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দিই।’

তিনি আরও বলেন, ‘ডিগবাজি মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াতেন তখন কী তিনি জানতেন যে, এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা কারও জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দিইনি।’

আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩

Scroll to Top