চীনে সরকারের বৃত্তিতে ২৭ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, নেই টিউশন ফি, মিলবে বিমানভাড়া-বাসস্থান-মাসিক ভাতা

চীনে সরকারের বৃত্তিতে ২৭ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, নেই টিউশন ফি, মিলবে বিমানভাড়া-বাসস্থান-মাসিক ভাতা

চীনের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের অর্থায়নে যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি হলো মফকম বৃত্তি। এক থেকে দুই বছর মেয়াদি মাস্টার্স এবং তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো ও ব্যবস্থাপনা খাতে তিন বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। চীনের ২৭টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে এই বৃত্তির জন্য।

Scroll to Top