চীনের তিয়ানজিনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন। সম্মেলনটি রোববার ৩১ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সম্মেলনে সহায়তার জন্য থাকছে অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট জিয়াও হি। এই সম্মেলনের জন্যই এটি ডিজাইন করা হয়েছে।
শনিবার ৩০ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, চীনের তিয়ানজিন সর্ববৃহৎ সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে। এটি এমন একটি কূটনৈতিক অনুষ্ঠান যা ২০টিরও বেশি দেশের নেতা সম্মেলনে যুক্ত হবেন।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বছরের শীর্ষ সম্মেলনটি উদ্ভাবন এবং প্রযুক্তির প্রদর্শনী হওয়ার ইঙ্গিত দেয়। সম্মেলনে একটি মানবিক রোবট, জিয়াও হি, বহুভাষিক সহায়তা প্রদান, প্রশ্নের উত্তর দেওয়া এবং একাধিক ভাষায় সাংবাদিকদের সহায়তা করার জন্য স্থাপন করা হয়েছে।
২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইরান। বেলারুশ, আফগানিস্তান এবং মঙ্গোলিয়া এসসিও’র পর্যবেক্ষক রাষ্ট্র।