এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের উহান শহর থেকে শুরু হওয়ার কোভিড মহামারীর উৎপত্তির তথ্য শেয়ার করার আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে, বার্ষিক মাইলফলক তৈরি করার জন্য চীনের কোভিড ডেটা জমা দেয়া নৈতিক এবং বৈজ্ঞানিক ভাবে বাধ্যতামূলক।
ডব্লিউএইচও বিবৃতিতে আরও বলে, বিশ্বের দেশগুলোর স্বচ্ছতা এবং সহযোগিতা ছাড়া বর্তমান কোভিড পরিস্থিতি প্রতিরোধ এবং ভবিষ্যতের মহামারীগুলো মোকাবেলা করতে প্রস্তুতি গ্রহণ করা সম্ভব না।

অনেক বিজ্ঞানী মনে করেন ভাইরাসটি প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। তবে অনেকই সন্দেহ করেন, কোভিডের ভাইরাসটি উহানের পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। তবে এই দায় অস্বীকার করেছে চীন।

সোমবার (৩০ ডিসেম্বর) ডব্লিউএইচও-এর প্রকাশিত এই বিবৃতির এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।
চলতি বছর সেপ্টেম্বর মাসে বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, মহামারীটি বাজারে বিক্রি হওয়া প্রাণী থেকে ছড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে উহান থেকে সংগৃহীত শত শত নমুনা বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে এসেছে।
২০২৩ সালের মে মাসে ডব্লিউএইচও ঘোষণা করে, কোভিড -১৯ আর মহামারী নেই। ডব্লিউএইচও- এর মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস সেই সময়ে বলেছিলেন, মহামারীতে কমপক্ষে ৭ মিলিয়ন লোক মারা গেছে।
তিনি আরও বলেছেন, তবে মহামারীতে মৃতের প্রকৃত চিত্র ২০ মিলিয়নের কাছাকাছি যা সরকারি অনুমানের প্রায় তিনগুণ।