চীনকেও পর্যটক পাঠানোর আহ্বান মালদ্বীপের | চ্যানেল আই অনলাইন

চীনকেও পর্যটক পাঠানোর আহ্বান মালদ্বীপের | চ্যানেল আই অনলাইন

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু চীনকে তার দেশে আরও পর্যটক পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Bkash

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য নিয়ে কূটনৈতিক বিতর্ক শুরু হওয়ার পর ভারতীয় পর্যটক হ্রাসের সংকটের মুখে চীনের প্রতি এই আহ্বান জানিয়েছেন মোহাম্মদ মুইজু।

মঙ্গলবার ৯ জানুয়ারি ফুজিয়ান প্রদেশে মালদ্বীপ বিজনেস ফোরামে ভাষণে চীনকে নিজের দেশের ঘনিষ্ঠ মিত্র বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু । তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি।

Reneta JuneReneta June

২০১৪ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের প্রশংসা করে মোহাম্মদ মুইজু বলেন, চীন মালদ্বীপের ইতিহাসে প্রত্যক্ষ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো প্রদান করেছে। প্রাক-কোভিড চীন আমাদের এক নম্বর বাজার ছিল এবং আমার অনুরোধ করবো আমাদের অবস্থান ফিরিয়ে আনতে চীন তাদের প্রচেষ্টা জোরদার করবে।

এছাড়াও মালদ্বীপের মিডিয়া জানিয়েছে, চীন এবং মালদ্বীপ ভারত মহাসাগরের দ্বীপে একটি সমন্বিত পর্যটন অঞ্চল গড়ে তোলার জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে স্বাক্ষর করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য পর চীনের প্রতি এই আহ্বান ভারত এবং মালদ্বীপের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন, আন্তর্জাতিক কূটনীতিকরা। মুইজুর সরকার সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্টের জন্য তিনজন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে।

এর আগে মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ ভারত মালদ্বীপের জন্য বৃহত্তম পর্যটন বাজার ছিল। মালদ্বীপে সর্বাধিক সংখ্যক দর্শনার্থী ছিল ভারতীয়। ২ লাখ ৯ হাজার ১৯৮ জন ভারতীয় পর্যটককে স্বাগত জানায় মালদ্বীপ। দ্বিতীয় স্থানে রাশিয়ার ২ লাখ ৯ হাজার ১৪৬ জন পর্যটক এবং চীনের ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন পর্যটককে স্বাগত জানিয়েছে মালদ্বীপ।

Scroll to Top