চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, নাটোর, রাঙামাটি, যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার খবর শুনে সনাতন ধর্মাবলম্বীরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দিলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

GOVT

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি।

পরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস  ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

Chokroanimation

Scroll to Top