এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চীনের হাংজৌ শহরের বাসিন্দা চিয়ানচিয়ান এক সময় মাসে ৫০,০০০ ইউয়ান (প্রায় ৬.২ লাখ টাকা) বেতনের উচ্চ পদে কর্মরত ছিলেন। তবে প্রায় পাঁচ বছর আগে চাকরি হারিয়ে তিনি খাদ্য ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করতে বাধ্য হন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চিয়ানচিয়ানের স্ত্রী কখনোই কোনো চাকরি করতেন না, বরং স্বামীর উপার্জনের ওপর নির্ভর করে বিলাসী জীবনযাপন করতেন। দামি পণ্য কেনা থেকে শুরু করে সৌন্দর্যসেবায় বিপুল অর্থ ব্যয় করতেন তিনি। এসব অতিরিক্ত ব্যয়ের চাপেই চিয়ানচিয়ানকে নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করতে হয়।
তবে বর্তমানে সাদামাটা জীবনে ফিরে এসেছেন চিয়ানচিয়ান। এখন তিনি আর স্ত্রীর সাথে নেই। একা থাকেন।
এই চীনা পুরুষ বলেন, তিনি এখন “একা হলেও স্বাধীন” এবং নিজের উপার্জনে সহজ-সরলভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।






