স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সব বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং তাঁদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনদের পক্ষে তাঁদের দাবিগুলো তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মহিন সরকার। তিনি বলেন, ‘যেসব নির্দোষ বিডিআর সদস্য বছরের পর বছর অন্যায়ভাবে নির্যাতিত হয়েছেন তাঁদের সম্মান ফিরিয়ে দেওয়া ও কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা চাই দ্বিতীয় প্রজাতন্ত্রের বাংলাদেশে বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন থাকুক। পিলখানা হত্যাকাণ্ড ও এর বিচার ছিল ফ্যাসিবাদী শক্তির সাজানো নাটক।’