শীত বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে শীতজনিত রোগী বেড়ে চলেছে। প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে তিনশ’র বেশি রোগী। যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৫ শতাংশ শিশু। চিকিৎসারা বলছেন, শীতে রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা এবং শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।