চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে একদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুদিন বাদেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটের লড়াই। বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে  ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

বহুদিন পর দলে ফিরে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন মোহাম্মদ নাঈম শেখ। এক ম্যাচ খেলে দলে জায়গা হারালেন নাহিদ রানাও।

এক ব্যাটসম্যান ও এক পেসারের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে দুই ব্যাটারকে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগের আরও অনেকবারের মতো আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার।

আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।

Scroll to Top