তবে এক সপ্তাহ আগে এই তিন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬৫ থেকে ১৭৫ টাকায়।
কর্ণফুলী কমপ্লেক্স বাজারে মুরগির দোকানে ব্রয়লার মুরগির দরদাম করছিলেন গৃহিণী খাদিজা বেগম। তিনি বলেন, প্রায় সময় ঘরের বাজার তিনিই করেন। গত সপ্তাহে ১৬৫ টাকা করে দুই কেজি মুরগি কিনেছিলেন। শুক্রবার দরদাম করতে গিয়ে দেখলেন, দাম ১৮৫ টাকা।
ওই বাজারের এক মুরগি বিক্রেতা মোহাম্মদ হারুন জানালেন, পোলট্রি ফার্মগুলোতে দাম বেশি। পর্যাপ্ত বাচ্চা না থাকায় সরবরাহও কম। এ ছাড়া মুরগির খাদ্যসহ আনুষঙ্গিক খরচ বেড়েছে।
বাজারে ব্রয়লারে দাম বাড়লেও কমেছে দেশি মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কমে প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হয়েছে ৪৭০ থেকে ৪৮০ টাকা। সোনালি মুরগির দাম ২৯০ টাকা।