সূত্রে জানা গেছে, ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে নিয়মিত ৪৬০ জন ও অনিয়মিত ৪২ জন এসএসসি পরীক্ষার্থী আছে। বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প, তুমব্রু লেফট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি গত সপ্তাহে রাখাইন রাজ্যের বিদ্রোহীরা দখল করে নিয়েছেন। ওই সময় দুই পক্ষের লড়াইয়ে টিকতে না পেরে বিজিপি, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থার ৩৩০ সদস্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও উখিয়ায় পালিয়ে এসে আশ্রয় নেন। তাঁদের মধ্যে ঘুমধুম উচ্চবিদ্যালয়ে ১৬৬ জনকে রাখা হয়েছে।