ঘরে ঢুকে চিতাবাঘের আক্রমণ, আহত ৫ | চ্যানেল আই অনলাইন

ঘরে ঢুকে চিতাবাঘের আক্রমণ, আহত ৫ | চ্যানেল আই অনলাইন

ভারতের উত্তর দিল্লির লোকালয়ে প্রবেশ করে একটি চিতাবাঘ। পরবর্তীতে একটি বসতঘরে আক্রমণ করে অন্তত ৫ জনকে আহত করেছে বাঘটি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার ১ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, এদিন স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঘটনার বিষয়ে তথ্য পায় ফায়ার সার্ভিস।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির রূপ নগর এলাকায় একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে পড়ে। এসময় পাঁচজন আহত হয়।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টা ২০ মিনেটের দিকে ঘটনার বিষয়ে তথ্য পায় তারা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দিল্লির ওয়াজিরাবাদের জগতপুর গ্রামে পৌঁছে আহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেন, স্থানীয়দের সহায়তায় কর্মকর্তারা চিতাবাঘটিকে একটি ঘরে তালাবদ্ধ করতে সক্ষম হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাবে বলে জানান তিনি।

Scroll to Top