প্যারিস, ১৩ মে – পিএসজির গত সপ্তাহেই লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। তবে রোববার (১২ মে) ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দল তুলুসের কাছে ৩-১ গোলে হেরে গেছে এমবাপ্পের দল।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের আট মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি। স্বাগতিকদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি তুলুস। ১৩তম মিনিটে তুলুসকে সমতায় ফেরান থিজস ডালিঙ্গা। এই সমতাতেই প্রথমার্ধ শেষ হয়।
যদিও এই হারে কোন ক্ষতি হয়নি পিএসজির। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। আর ৩৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে তুলুস।
দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে গোল করতে পারছিল না পিএসজি। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে আরেক গোল হজম করে পিছিয়ে পড়ে পিএসজি। তুলুসের হয়ে গোল করেন ইয়ান গবোহো।
আর ম্যাচের বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগ্রি তুলুসের জয় নিশ্চিত করেন। বল দখলে পিএসজি থেকে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল সফরকারীরা। ম্যাচে পিএসজির ১৫ শটের বিপরীতে তুলুস ১৮টি শট নিয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ মে ২০২৪