স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পার হতে তাদের সামনে ছিল জটিল এক সমীকরণ। নিজেদের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শুধু জিতলেই হতো না ম্যানচেস্টার ইউনাইটেডের, তাকিয়ে থাকতে হতো গ্রুপের অন্য ম্যাচের দিকে। শেষ পর্যন্ত বায়ার্নের কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল ইউনাইটেড। শুধু তাই নয়, গ্রুপে চতুর্থ হওয়ায় ইউরোপা লিগেও থাকছে না টেন হাগের দল। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ টেন হাগ বলছেন, গ্রুপ পর্বে এমন ছন্নছাড়া পারফরম্যান্সে তার ‘আফসোস’ নেই, তাদের লক্ষ্য এখন প্রিমিয়ার লিগে ভালো করা।
গ্রুপ ‘এ’তে ৬ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র এক ম্যাচে। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই হার, একটিতে ড্র। এমন হতশ্রী পারফরম্যান্সে গ্রুপ পর্বের বাধা পার হওয়া হয়নি ইউনাইটেডের, জায়গা হয়নি ইউরোপা লিগেও। টেন হাগ অবশ্য এমন পারফরম্যান্সের পরেও হতাশ হতে রাজি নন, ‘আমরা আফসোস নিয়ে বাড়ি ফিরছি না। গ্রুপ পর্ব পার হতে পারিনি, এটা মেনে নিতে হবে। ভুল থেকে শিখতে হবে। চ্যাম্পিয়নস লিগে আমরা ভালো ফুটবল খেলেছি, আজকের ম্যাচেও দল ভালো খেলেছে। তবে শেষ পর্যন্ত আমরা যথেষ্ট ভালো খেলে জিততে পারিনি। আমাদের আরও ভালো করা উচিত ছিল’
চ্যাম্পিয়নস লিগ তো বটেই, ইউরোপা লিগেও আর খেলা হচ্ছে না। টেন হাগ তাই পূর্ণ মনোযোগ প্রিমিয়ার লিগেই দিতে চান, ‘আমাদের পূর্ণ মনোযোগ এখন প্রিমিয়ার লিগে। সেখানে ভালো করে আমাদের চ্যাম্পিয়নস লিগে ফিরতে হবে। বায়ার্নের সাথে ম্যাচে আমরা খারাপ খেলিনি, হারটা প্রত্যাশিত ছিল না।’
এবার গ্রুপ পর্বে ১৫ গোল হজম করেছে ইউনাইটেড। যা চ্যাম্পিয়নস লিগে কোন ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ। এদিকে প্রিমিয়ার লিগেও ষষ্ঠ অবস্থানে আছে দল। নিজেদের পারফরম্যান্সে আরও উন্নতির আশায় আছেন ইউনাইটেড কোচ, ‘আমাদের আরও ধারাবাহিক হতে হবে। দলের সদস্যদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। এটা আসলে সমন্বিত পারফরম্যান্সের ব্যাপার।’
শেষ পর্যন্ত সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা ইউনাইটেড, সেটা সময়ই বলে দেবে।
সারাবাংলা/এফএম