হোয়াইট হাউসের ওভাল অফিসে এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর।’
পানি সংরক্ষণে মার্কিন যে নীতি, সে অনুযায়ী গোসলের ক্ষেত্রে প্রতি মিনিটে আড়াই গ্যালন করে পানি বের হতো। ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে এই সীমা এখন আর থাকবে না।