গোপন মুহূর্তের ঝলক দেখাতে ডকুসিরিজ নিয়ে ফিরছেন টেইলর সুইফট

গোপন মুহূর্তের ঝলক দেখাতে ডকুসিরিজ নিয়ে ফিরছেন টেইলর সুইফট

টেইলর সুইফটের ভক্তরা এবার নতুন কিছু দেখার জন্য বেশ উদ্দীপ্ত। গায়িকার ব্যক্তিগত জীবন, প্রেম, এবং একের পর এক ট্যুরের পেছনের গল্পের ঝলক দেখাবে ডকুসিরিজ ‘দ্য এরাস ট্যুর – দ্য এন্ড অফ অ্যান এরা’। ট্রেলার প্রকাশ পেতেই অনলাইন ভক্তদের আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে।

ডকুসিরিজে দেখা মিলবে টেইলরের এরাস ট্যুরের ম্যাশাপ গান, অপ্রকাশিত কিছু ফুটেজ, এবং ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের বিশেষ মুহূর্ত। টেইলর নিজেই জানিয়েছেন, ‘একটা বিশাল ট্যুরের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি লাগে। দর্শকরা দেখতে পারবেন কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়।’

ছয় পর্বের এই সিরিজের প্রথম দুই পর্ব ১২ ডিসেম্বর মুক্তি পাবে। টেইলরের ভক্তদের জন্য এটি নিছক বিনোদন নয়, বরং তার জীবনের অজানা মুহূর্তগুলো কাছ থেকে দেখার এক সুবর্ণ সুযোগ।

কেউ হয়তো বলবেন, ‘টেইলর শুধু গানেই সেরা নয়, সে জীবনকেও একটি লাইভ শো বানাতে জানে!’ তাই এই ডিসেম্বরে নিজেকে পপস্টারের জীবনের একেবারে কাছ থেকে দেখা অভিজ্ঞতা উপভোগ করতে হলে এই সিরিজ মিস করা চলবে না।

Scroll to Top