উত্তরপাড়ার মুদি দোকানদার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার দোকানের পেছনে দেয়ালে একটি গুলি লেগেছে। দেয়াল পাকা বলে গুলিটি ভেতরে ঢুকতে পারেনি। পরে প্রশাসনের লোকজন গুলিটি নিয়ে যায়।’
শুধু সীমান্তের পার্শ্ববর্তী উত্তরপাড়া নয়, এক কিলোমিটার দূরে মাঝেরপাড়া এলাকায় মোহাম্মদ আফসারের ঘরে সকাল সাতটার দিকে জানালা দিয়ে একটি গুলি ঢুকে পড়ে। আফসার প্রথম আলোকে বলেন, ‘তখন সবাই ঘরে ছিল। হায়াত থাকায় কারও গায়ে গুলি পড়েনি।’
আফসারের ঘর থেকে ৫০০ গজ পূর্বে দলু মিয়ার ঘরেও জানালা দিয়ে আরেকটি গুলি ঢুকে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমার চোখের সামনে একটি গুলি উড়ে যায়। আজকে হয়তো আমার জানাজা পড়তে হতো। ঘটনার পর থেকে বিজিবির টহল বাড়ানো হয়েছে।’