এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এম. এ. কাদের (অনু)। নির্বাচনে তিনি ৫২৩ ভোট পেয়েছেন এবং আগামী এক বছর (২০২৪-২০২৫ সাল) তিনি এই দায়িত্ব পালন করবেন।
শনিবার ২১ ডিসেম্বর গুলশান ক্লাবে ২০২৪-২০২৫ সালের ৪৬তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য ক্লাবের মোট ১ হাজার ৬৮ জন সদস্য তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
জনাব মেহেদী হাসান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যান্য নবনির্বাচিত পরিচালকগণ হলেন মাহবুবুল হক সুফিয়ানী, খন্দকার আহসানুজ্জামান, নাফিসা তারান্নুম, ইঞ্জি. জাহিদ হোসেন, মেহজাবীন ভূঁইয়া, মো. আরফাতুর রহমান আপেল, ইঞ্জি. মো. মেহেদী হাসান, নভেরা আয়েশা জামান, মেহেদী মালেক সজিব।
গুলশান ক্লাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাবা শিখা জামান এ ফলাফল ঘোষণা করেন।