গুগল ম্যাপ দেখে নির্মাণাধীন সেতু দিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

গুগল ম্যাপ দেখে নির্মাণাধীন সেতু দিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাইসহ তিনজন। তারা গুগল ম্যাপ ব্যবহার করে দিকনির্দেশনা অনুসরণ করার সময় গাড়িসহ একটি নির্মাণাধীন সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে যান।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাদাউনের দাতাগঞ্জ থেকে ফরিদপুরের দিকে যাবার সময় গাড়িটি ৫০ ফুট নিচে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রোববার সকালে আল্লাপুর গ্রাম থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। শনিবার তারা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপ অনুসরণ করছিলেন তারা। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

GOVT

জানা গেছে, সেতুটি গত বছর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনও মেরামতের কাজ চলছিল। সেতুটির কাছে কোনো উপযুক্ত ব্যারিকেড বা সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে স্থানীয় কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ অসম্পূর্ণ সেতুতে যাতায়াত বন্ধে কোন ব্যবস্থা নেয়নি।

নিহতদের পরিবারের দাবি, গুগল ম্যাপের ভুল নির্দেশনা এবং সেতুর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

Chokroanimation

Scroll to Top