গুগল, টিকটক, মেটার জন্য বড় পরাজয়ের কারণ যে নীতি

গুগল, টিকটক, মেটার জন্য বড় পরাজয়ের কারণ যে নীতি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বছর বিগ টেক বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (গুগল, অ্যামাজন, অ্যাপল, মেটার মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান) প্রতিনিধিত্বকারী লবিস্ট এবং আমাদের ব্যক্তিগত তথ্য–উপাত্ত থেকে লাভবান হওয়া ব্যক্তিদের খুব রাগিয়ে দিয়েছে।

আমাদের ব্যক্তিজীবনের তথ্য–উপাত্তের গোপনীয়তার সুরক্ষা, নাগরিকের অনলাইন অধিকার ও স্বাধীনতাকে নষ্ট করে দিতে পারে—এমন একটি প্রস্তাব করেছিলেন ওই লবিস্টরা। কিন্তু বাইডেন প্রশাসন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল।

সম্প্রতি আমেরিকানদের উপাত্ত সুরক্ষার বিষয়ে বাইডেনের নতুন নির্বাহী আদেশের বিস্তারিত প্রকাশিত হওয়ার পর বোঝা যাচ্ছে, এই লবিস্টদের প্রস্তাবের বিষয়ে আসলেই উদ্বিগ্ন হওয়ার উপযুক্ত কারণ ছিল।

কয়েক দশক ধরে কোনো রকমের তদারকি ও বিধিনিষেধের প্রতিবন্ধকতা ছাড়াই ডেটা ব্রোকার এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো মার্কিন নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের অপব্যহার করে আসছে।

এ অবস্থায় বাইডেন প্রশাসন ঘোষণা করেছে, তারা চীন এবং যেসব দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে, সেসব দেশে নির্দিষ্ট ধরনের উপাত্ত স্থানান্তর নিষিদ্ধ করবে।

Scroll to Top