গার্দিওলা-ক্লপ, দ্বৈরথ ছাড়িয়েও যারা বন্ধু

গার্দিওলা-ক্লপ, দ্বৈরথ ছাড়িয়েও যারা বন্ধু

দুজন দুজনকে কতটা প্রভাবিত করেছেন, কিংবা আদৌ করেছেন কি না, সেই বিতর্ক পাশে রেখেও বলা যায়, সর্বশেষ সাত বছরের তাঁদের এই দ্বৈরথ ইংলিশ ফুটবল, ইউরোপিয়ান ফুটবল এমনকি বিশ্ব ফুটবলকেও অনেক প্রভাবিত করেছে। অবশ্য দ্বৈরথের শুরুটা আরও অনেক আগে, জার্মানিতে। তখন একজন ছিলেন বায়ার্ন মিউনিখে, অন্যজন বরুসিয়া ডর্টমুন্ডে। ২০১৩ জার্মান সুপার কাপে ডর্টমুন্ডের ৪-২ গোলের জয় দিয়ে যে লড়াইয়ের শুরু, সেটা হয়তো শেষ হচ্ছে আজ অ্যানফিল্ডে। পরিসংখ্যান বলছে, ২৯টি মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১১বার জিতেছেন ক্লপ, ১০ বার গার্দিওলা। ড্র হয়েছে বাকি ৮ ম্যাচ। অবশ্য এই ৮ ড্রয়ের দুটি পেনাল্টিতে নিষ্পত্তি হয়েছে, সেখানেও ১-১ সমতা। আজ গার্দিওলা জিতলে স্মরণীয় এই দ্বৈরথ শেষ হবে এক অবিশ্বাস্য সমতায়! আর সেটা যদি নাও হয়, দুজনের সম্পর্কে তাতে কোনো হেরফের হবে বলে মনে হয় না।

কেন হবে না, সেটা ক্লপের কথা শুনলেই বুঝতে পারবেন, ‘সে (গার্দিওলা) আমাকে বলে রেখেছে, আমরা দুজনই যখন আর কোনো ক্লাবের দায়িত্বে থাকব না, সময় করে বসব দুজন। ওয়াইনের গ্লাস থাকবে হাতে। ফুটবল নিয়ে কথা বলব। আমি অবশ্য খুব একটা ওয়াইনপ্রেমী নই। তবে ওর ডাকে অবশ্যই যাব। আমাদের আড্ডাটা হবে।’

যদি ফুটবল ভালোবাসেন, সেই আড্ডায় থাকার ভীষণ লোভ নিশ্চয়ই আপনারও হচ্ছে।

Scroll to Top