গাড়িতে থাকা প্রেমিক-প্রেমিকাকে হত্যা, সিরিজের আড়ালে ভয়ংকর সেই সত্যি ঘটনা

গাড়িতে থাকা প্রেমিক-প্রেমিকাকে হত্যা, সিরিজের আড়ালে ভয়ংকর সেই সত্যি ঘটনা

সিরিজ নির্মাণ ও সত্যিকার তদন্ত
পরিচালক সোলিমা টাইম সাময়িকীতে জানিয়েছেন, সিরিজটিতে কেসের প্রাথমিক বছরগুলোর ঘটনাই প্রাধান্য পেয়েছে; কারণ, পুরো ঘটনা ছিল বেশ জটিল। তিনি বলেন, ‘১৬টি হত্যার জন্য কোনো একক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়নি। তাই আমরা গল্পটা শুরু থেকেই বলতে চেয়েছি, যখন তদন্তকারীরা ধীরে ধীরে মিল খুঁজে পাচ্ছিলেন এবং বুঝতে পারছিলেন, এটি হয়তো কোনো সিরিয়াল কিলারের কাজ।’
সিরিজটি কেবল তদন্তের ওপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং সন্দেহভাজন চরিত্রগুলোর দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। এটি দেখায় গুজব কীভাবে সত্য আর মিথ্যার মধ্যে সীমারেখা মুছে দেয়। সোলিমা বলেন, ‘আমরা সেই দানবের গল্প বলতে চেয়েছি, কিন্তু তার প্রকৃত পরিচয় নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। বরং প্রতিটি পর্বে যাদের সন্দেহ করা হয়েছিল, তাদের জীবনের দিকে মনোযোগ দিয়েছি।’

Scroll to Top