অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আজ (১২ ডিসেম্বর) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বিকেল ৩টায় অবরুদ্ধ গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে উত্তর গাজায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ গাজার শরাণার্থী শিবিরে চিকিৎসাসেবা, খাবার, পানি এবং জ্বালানি স্বল্পতা দেখা গেছে।
এই সংকটের মধ্যেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চিকিৎসা খাতের অন্তত ২শ’ ৯৬ জন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।
দিকে ইসরায়েলি বাহিনীর কাছে বেশ কয়েক জন হামাস যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আত্মসমর্পণের পরিস্থিতিটিকে ‘শেষের শুরু’ হিসেবে বর্ণনা করেছেন।
উত্তর গাজায় তীব্র বিমান হামলা অব্যাহত রাখার পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ভারী অস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে ইসরাইলী বাহিনী।