গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু – DesheBideshe

গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু – DesheBideshe

জেরুজালেম, ০৩ মে – অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু। ইসরায়েলি আগ্রাসনে নারী নিহতের সংখ্যা উল্লেখ করে শুক্রবার (৩ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী নিহতের পরিসংখ্যান প্রকাশ করে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।

ইউএনআরডব্লিউএ-এর মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। এর মানে, গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।

এদিকে, ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি শূন্যতায় ভুগছেন এক লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা নারী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৮৬৭ জন।

অপরদিকে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৩ মে ২০২৪

Scroll to Top