গাজার দু’টি শরণার্থী শিবিরের তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে অনেকে।
শনিবার ২ মার্চ ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা’র প্রতিবেদনে বলা হয়, দেইর এল-বালাহ এলাকার পূর্বাঞ্চলে দু’টি আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এছাড়াও গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় যে ভবনে হামলা হয়েছে, সেখানে অন্তত ৭০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। হামলায় দু’জন নিহত হলেও ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে যুদ্ধবিরতির ইস্যুতে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে এ সপ্তাহেই যুদ্ধবিরতি কার্যকরের ইঙ্গিত দিলেও সম্প্রতি তিনি বলেছেন, আসন্ন রমজান মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হতে পারে।