গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে জবাব জানিয়ে দিয়েছে হামাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে জবাব জানিয়ে দিয়েছে হামাস

হামাস বলেছে, প্রস্তাবটির লক্ষ্য ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের অবসান ঘটানো। ত্রাণ, আশ্রয় ও পুনর্গঠন নিশ্চিত করা। উপত্যকায় অবরোধ প্রত্যাহার ও বন্দিবিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন করা।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, যুদ্ধবিরতির পরিকল্পনার বিষয়ে হামাসের কাছ থেকে ‘ইতিবাচক’ সাড়া পেয়েছে দোহা।

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে পাশে রেখে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। সংকট নিরসন চেষ্টায় ব্লিঙ্কেন এখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।

ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের জবাব ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে।

দোহায় সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, তিনি তাঁর এই সফরের অংশ হিসেবে ইসরায়েলেও যাবেন। সেখানে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হামাসের প্রতিক্রিয়া তুলে ধরবেন। যুদ্ধবিরতি চুক্তি করার জন্য তাঁরা যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন।

Scroll to Top