গাজায় বেসমারিক নাগরিক হত্যা এড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

গাজায় বেসমারিক নাগরিক হত্যা এড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ইসরায়েল-হামাস যুদ্ধ গড়িয়েছে ৯৫ তম দিনে। যুদ্ধের সময় বাড়ার সাথে বৃদ্ধি পাচ্ছে নিহতের সংখ্যাও। চলমান যুদ্ধের মধ্যেই আবারও মধ্যপ্রাচ্যের নানা দেশ যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন। এক সংবাদ সম্মেলনে গাজার বেসামরিক নাগরিক হত্যা ও ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়  ইসরায়েলি হামলায় অন্তত ১২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে গাজার একটি হাসপাতালেই ৫৭ জন।

BkashBkash

এছাড়াও লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় তিনজন হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গাজার দক্ষিণে খান ইউনিস শহরে ৪০ জন হামাস সদস্যকে হত্যা, নতুন সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার কথা জানিয়েছে ইসরাইলী বাহিনী।

Scroll to Top