গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৭ হাজার ৫০০ ছাড়াল

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৭ হাজার ৫০০ ছাড়াল

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান প্রাণঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৬ হাজার ৯৭৮ জন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজা উপত্যকায় ১০৭ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮৫ জন ও আহত হয়েছে আরো ৬৬ হাজার ৯৭৮ জন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

Scroll to Top