ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা ঘটনা ঘটেছে। এতে জাতিসংঘের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সংবাদ মাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাফাহ শহরের পূর্বাঞ্চলে ইউএনআরডব্লিউএ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘের ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৩১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আরও ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।