এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গাজায় শিশুদের শোচনীয় অবস্থা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অঞ্চলটিতে চিকিৎসা এবং পুষ্টির অভাবে মৃত্যুর মুখে রয়েছে প্রায় ৮০০০ শিশু। এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম।
আনন্দবাজার জানিয়েছে, এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর পথ করে দেওয়ার আবেদন জানিয়েছে ইসরায়েলের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস জানিয়েছেন, অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে।
জাতিসংঘ এর আগে জানিয়েছিল, গাজায় এখন সুস্থ, স্বাভাবিক ওজনের শিশু জন্ম নিচ্ছে না। গাজায় প্রতিটি শিশু জন্মাচ্ছে কম ওজন এবং অসুস্থতা নিয়ে। বেড়ে গেছে নবজাতকদের মৃত্যুর সংখ্যা। সেখানে প্রসূতিদের অস্ত্রোপচার করতে হচ্ছে চেতনানাশক ছাড়াই। এতে বেড়ে চলেছে নবজাতকের মৃত্যুর সংখ্যা। গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, এসব মৃত্যুর পেছনে রয়েছে অপুষ্টি, পানিশূন্যতা এবং স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা। গাজায় মানবাধিকার পরিস্থিতি নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতে যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালের গাজা ভূখণ্ডে নিহত শিশুর সংখ্যা। শুধু তাই নয় এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে। মোট সংখ্যা প্রায় ১৬ হাজারের কাছাকাছি।