ইসরায়েল-হামাস যুদ্ধ ১০০তম দিন পেরিয়েছে। শততম দিনেও গাজায় দিনভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১২৫ জন।
ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি, আহত ৬০ হাজারের বেশি। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের তথ্য সংগ্রহ করতে গিয়েও নিহত হয়েছেন ১০০ গণমাধ্যমকর্মী। অন্যদিকে হুতিদের লক্ষ্য করে মার্কিন-ব্রিটিশ হামলাকে মূর্খতা উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, হুতিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজে হামলা অব্যাহত রাখবে।
গাজায় বেসামরিক মানুষ হত্যা ও ক্ষয়ক্ষতি রোধ করতে ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র।
মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
হামাসের এই হামলায় নিহত হন কমপক্ষে ১ হাজার ২০০ ইসরায়েলি। নিহতদের প্রায় ৩০০ জন সেনাসদস্যও ছিলেন। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হাতে আটক বিপুল এসব বন্দির মুক্তি দাবি করেছে ইসরায়েল। আর এ লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।