গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫১০ জনের বেশি।
গাজার কেন্দ্রস্থল দের এল বালায় চালু থাকা একমাত্র হাসপাতাল আল আকসার চারপাশে রাতে ভারী গোলাবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত আল তাবিল হিজবুল্লাহর এলিট বাহিনীর কমান্ডার ছিলেন। গাজার যুদ্ধ যাতে আশপাশের দেশগুলোতে ছড়িয়ে না পড়ে সেলক্ষ্যে আবারো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গাজায় যুদ্ধ বন্ধ এবং মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন সৌদি যুবরাজ।
অন্যদিকে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৬০০ শিশু তাদের প্রাণ হারিয়েছে।
এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। হামলায় ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছিলেন, গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে এক শিশু নিহত হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন। ৬৭৮ জন বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন।
মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করে দখলদার সেনারা।
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান এবং তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে কাজ করছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।