গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৩২ ফিলিস্তিনি নিহত | চ্যানেল আই অনলাইন

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৩২ ফিলিস্তিনি নিহত | চ্যানেল আই অনলাইন

গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে ৫ জন। আর জাবালিয়ায় নিহত হয়েছে ৪ জন।

আজ ১৮ এপ্রিল শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আজ সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে কাতারের আমির। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান জিম্মি মুক্তিদূত অ্যাডাম বোয়েলার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে- যে একটি হামলা পরিকল্পনার সাথে যুক্ত ছিল।

Scroll to Top