গাজায় আগামী আট সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ | চ্যানেল আই অনলাইন

গাজায় আগামী আট সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ | চ্যানেল আই অনলাইন

সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে এবং ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী আট সপ্তাহের মধ্যে যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

বিবিসি জানিয়েছে, বেশ কয়েকমাস সতর্কতার পর সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষে পরিণত হচ্ছে। যদিও এই প্রতিবেদনকে সম্পূর্ণ অর্থহীন বলে দাবি করেছে ইসরায়েলের অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত।

এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, ইসরায়েল গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ইসরায়েলের এ অভিপ্রায় প্রমাণিত হলে তা হবে যুদ্ধাপরাধ।

শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির লক্ষণ দেখা যাচ্ছে

ভলকার তুর্ক বলেছেন, প্রমাণ পাওয়া গেছে যে ইসরায়েল সাহায্য সরবরাহের গতি কমিয়ে দিচ্ছে বা আটকে রেখেছে। তিনি গত ৭ অক্টোবর ইসরায়েলি বেসামরিক ও সৈন্যদের ওপর হামাসের হামলারও নিন্দা জানান। তিনি বলেন, লোকেদের সাহায্য সরবরাহ বন্ধ করার যে কোনও প্রচেষ্টার জন্য তাদের জবাবদিহিতার মুখে পড়তে হবে। তা সে যে পক্ষই হোক না কেন।

তিনি বলেন, আমাদের সমস্ত সহকর্মীরা জানিয়েছেন যে, সহায়তায় নিয়ে যাওয়ার পথে অনেক বাঁধা রয়েছে। তুর্ক বলেন,  এটি নিয়ন্ত্রণ করা দরকার। অঞ্চলটিতে আমারা যে পরিমাণ নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি তাতে অনাহারকে যে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে তা স্পষ্ট।

প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘গাজা উপত্যকায় দুর্ভিক্ষ আসন্ন। কারণ সেখানকার ১১ লক্ষ মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে।’

Scroll to Top