গণমাধ্যম-সামাজিক মাধ্যম বিষয়ে বিএনপির ৭ সদস্যের দলগঠন

গণমাধ্যম-সামাজিক মাধ্যম বিষয়ে বিএনপির ৭ সদস্যের দলগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের প্রচার, যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রমকে আরও সুসংহত করতে নতুন একটি সমন্বিত কাঠামো গঠন করেছে।

শনিবার (১ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অনুমোদনের পর সাতটি বিশেষজ্ঞ টিম ও তাদের প্রধানদের নাম চূড়ান্ত করা হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে দলের যোগাযোগ আরও কার্যকর ও সমন্বিত করা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত সাতটি টিম ও তাদের প্রধানরা হলেন—
১. স্পোকসপারসন (দলীয় মুখপাত্র): ড. মাহদী আমিন ২. প্রেস (মুদ্রিত ও অনলাইন সংবাদমাধ্যম): ড. সালেহ শিবলী ৩. টিভি ও রেডিও (ইলেকট্রনিক মিডিয়া): ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল ৪. বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (তৃণমূল যোগাযোগ): ড. জিয়াউদ্দিন হায়দার ৫. অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান ৬. কনটেন্ট জেনারেশন (প্রচারণামূলক বিষয়বস্তু তৈরি): ড. সাইমুম পারভেজ এবং ৭. রিসার্চ ও মনিটরিং (গবেষণা ও পর্যবেক্ষণ): রেহান আসাদ

দলের সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি প্রচার ও গণসংযোগ কার্যক্রমে নতুন গতি আনতে এবং তথ্য প্রচারে সংগঠিত কাঠামো তৈরি করতে চায়। এছাড়া, নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে তৃণমূলের তথ্য বিনিময়ও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 

Scroll to Top