গঠিত হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর', শহীদ-আহতদের জন্য নতুন বরাদ্দ

গঠিত হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর', শহীদ-আহতদের জন্য নতুন বরাদ্দ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগামী মাস ফেব্রুয়ারি থেকে এই অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।

তথ্য উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।

GOVT

আগের ঘোষণা অনুযায়ী, শহীদ পরিবার ৩০ লাখ টাকা পাবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর হিসেবে থাকবে, যা পরিবার ৫ বছর পর থেকে খরচ করতে পারবেন। এছাড়াও আহতদের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। প্রতিমাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানান তিনি।

Shoroter Joba

Scroll to Top