খালে মিললো দলিত তরুণীর নগ্ন মৃতদেহ, সংবাদ সম্মেলনে কাঁদলেন সাংসদ 

খালে মিললো দলিত তরুণীর নগ্ন মৃতদেহ, সংবাদ সম্মেলনে কাঁদলেন সাংসদ 

ভারতের অযোধ্যায় এক দলিত তরুণীর ধর্ষণ ও খুনের মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে ফৈজাবাদের সমাজবাদী পার্টি (এসপি) সাংসদ অবধেশ প্রসাদ সংবাদ সম্মেলনে কপাল চাপড়ে কেঁদে বলেন, ‘হে রাম, হে সীতা আপনারা কোথায়? অযোধ্যায় এই দিনও দেখতে হল?’

আনন্দবাজার জানিয়েছে, সম্মেলনে অবধেশ প্রসাদ বলেন, আমাকে দিল্লি যেতে দিন। লোকসভায় এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে উত্থাপন করব। যদি বিচার না পাই, তাহলে সাংসদ পদ ছেড়ে দেব। ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। অযোধ্যায় এ দিনও দেখতে হল! এই কথা বলেই তিনি কাঁদতে শুরু করেন। তার কান্নায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন দলেরই এক নেতা।

শনিবার অযোধ্যার একটি খাল থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা ফিরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর নগ্ন দেহ খাল থেকে উদ্ধার করা হয়। তার চোখ তুলে নেওয়া হয়েছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া যায়।

পুলিশের সার্কল অফিসার আশুতোষ তিওয়ারি জানান, তরুণীর পরিবার শুক্রবার নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিল। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

GOVT

এই ঘটনায় সমাজবাদী পার্টি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরেও কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটল? তারা তরুণীর পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানিয়েছে।

Scroll to Top