এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যুক্তরাজ্যে নেওয়া হবে। এই সফরে তাঁর সঙ্গী হবেন ১৪ জন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াসহ তাঁর সফর সঙ্গীদের নাম প্রকাশ করা হয়েছে।
এই সফরে থাকছেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শমিলা রহমান। ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।
‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে আছেন তিনি। তার উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশ থেকে এসেছেন একাধিক চিকিৎসক, দেশী বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম পচিচালিত হচ্ছে। আর পুরো বিষয়টি সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং তদারকি করছেন বড়পুত্র তারেক রহমান।


