আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। গত ২৮ নভেম্বর দেশটির পেনাং রাজ্যে ভবন ধসে মৃত্যু হয় তাদের।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাইকমিশন জানায়, নিহত প্রত্যেকের পরিবারকে ৬ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে মালয়েশিয়ান কোম্পানিটি।
এছাড়া নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সকল কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।
নিহত বাংলাদেশিরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো. আহেদ আলী (৪২)।
আরএইচ/এটিএম