এল ক্লাসিকো মানেই যেন বাড়তি উত্তাপ। মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে যায় দুই পক্ষের কথার লড়াই। এবারও তার ব্যতিক্রম হয়নি। মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম প্রতিপক্ষকে ‘হুমকি’ দিয়েই বললেন, গত মৌসুমের মতো এল- ক্লাসিকো জেতা মোটেও সহজ হবে না।
আগের মৌসুমে চারবার বার্সার সঙ্গে দেখা হয়েছিল রিয়ালের। লা লিগায় দুইবারই কাতালানদের কাছে হেরেছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের।
ক্লাসিকোর আগে বেলিংহাম বলছেন, এবারের ক্লাসিকো আগের মৌসুমের মতো এত সহজে জিততে পারবে না বার্সেলোনা, ‘এটা পৃথিবীর সেরা ম্যাচগুলোর একটি। গত মৌসুমে আমরা একেবারেই ভালো ফলাফল আনতে পারিনি। তবে এবার মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে দলের সবাই। এবারের ম্যাচটা বেশ কঠিন হবে। বার্নাব্যুতে আমাদের ফর্ম সবসময়ই ভালো। আশা করছি ভালো একটা ফলাফল বের করে আনতে পারব।’
বেলিংহামের ইংলিশ সতীর্থ মার্কাস র্যাশফোর্ড এবার খেলছেন বার্সার হয়ে। বেলিংহাম তাকে মনে করিয়ে দিলেন, এল ক্লাসিকোর ব্যাপারটাই ভিন্ন, ‘ইংল্যান্ডে সে অনেক ম্যাচ খেলেছে। কিন্তু ক্লাসিকোর মতো কিছু আসলে কোথাও নেই। সে এবারের মৌসুমে দারুণ ফর্মে আছে। ক্লাসিকোর চাপটা সে নিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টাই করবে রিয়াল রক্ষণভাগ।’
আজ রাত ৯.১৫ মিনিটে বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল-বার্সা। ৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।





